No Internet Connection !

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি

প্রশ্ন: 'বাংলা নববর্ষ' পহেলা বৈশাখ চালু করেন কে? উ: সম্রাট আকবর।
প্রশ্ন: বাংলা সংস্কৃতির অন্তর্ভুক্ত গান নয় কোনটি? উ: পপ।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত? উ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
প্রশ্ন: 'দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩' ছবিটি কে এঁকেছেন? উ: জয়নুল আবেদীন।
প্রশ্ন: 'মনপুরা ৭০' কী? উ: শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা একটি চিত্রকর্ম।
প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক কে কে? উ: আব্বাস উদ্দিন ও আবদুল আলীম।
প্রশ্ন: কত সাল থেকে বাংলা সন চালু হয়? উ: ১৫৫৬ সাল থেকে।
প্রশ্ন: 'চটকা' বাংলাদেশের কোন অঞ্চলের গান? উ: রংপুরের।
প্রশ্ন: 'ভাওয়াইয়া' বাংলাদেশের কোন অঞ্চলের গান? উ: রংপুরের।
প্রশ্ন: 'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের গান? উ: চাঁপাইনবাবগঞ্জের।
প্রশ্ন: 'ভাটিয়ালী' বাংলাদেশের কোন অঞ্চলের গান? উ: ময়মনসিংহের।
প্রশ্ন: বিশ্ব সাহিত্য কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৭৮ সালে।
প্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন কী? উ: চর্যাপদ।
প্রশ্ন: চর্যাপদ কর্ত সালে আবিষ্কার করা হয়? উ: ১৯০৭ সালে।
প্রশ্ন: চর্যাপদের আবিষ্কারক কে? উ: হর প্রসাদ শাস্ত্রী।
প্রশ্ন: মোটি কতটি চর্যাপদ রচিত হয়েছিল? উ: ৫১টি
প্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোথায় পাওয়া যায়? উ: নেপালের রাজ দরবারে।
প্রশ্ন: মোট কতটি চর্যাপদ উদ্ধার করা হয়েছিল? উ: সাড়ে ছেচল্লিশটি।
প্রশ্ন: চর্যাপদের মোট লেখক কত জন ছিল? উ: ২৪ জন।
প্রশ্ন: সর্বাধিক চর্যাপদ কে রচনা করেন? উ: কাহ্নপা (১৩টি)।
প্রশ্ন: বিশ্ব সাহিত্য কেন্দ্র এর প্রতিষ্ঠাতা কে? উ: অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ।
প্রশ্ন: বিশ্ব সাহিত্য কেন্দ্র এর শ্লোগান কী? উ: আলেকিত মানুষ চাই।
প্রশ্ন: 'ময়মনসিংহ গীতিকা' কে সংগ্রহ করেন? উ: দীনেশ চন্দ্র সেন।
প্রশ্ন: লালন ফকিরের মাজার কোথায় অবস্থিত? উ: কুষ্টিয়ার ছেউড়ীতে।
প্রশ্ন: বাংলাদেশের 'বাউল সম্রাট' কে? উ: লালন ফকির।
প্রশ্ন: লালন ফকিরের জীবনের উপর ভিত্তি করে নির্মিতব্য সিনেমার নাম কী? উ: অচিন পাখি।
প্রশ্ন: বাংলা টম্পা গানের জনক কে? উ: নিধু বাবু।
প্রশ্ন: 'দেওয়ানা মদীনা' পালার রচয়িতা কে? উ: মনসুর বয়াতি।
প্রশ্ন: 'ঠাকুর মার ঝুলি' এর লেখক কে? উ: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
প্রশ্ন: প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনার তৈরি? উ: ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯৬৩ সালে)।
প্রশ্ন: 'মরমী কবি' নামে পরিচিত কে? উ: হাসন রাজা।
প্রশ্ন: হাসন রাজার মাজার কোথায় অবস্থিত? উ: সিলেটে।
প্রশ্ন: কবি শামসুর রাহমানকে 'কবিশ্রেষ্ঠ' উপাধি দেয় কারা? উ: রাইটার্স ক্লাব।
প্রশ্ন: বাংলা একাডেমী প্রাঙ্গণে বইমেলা শুরু হয় কবে থেকে? উ: ১৯৭৮ সাল থেকে।
প্রশ্ন: বাংলাদেশ লোক সাহিত্যের সংগ্রাহক কারা? উ: ড. মুহম্মদ শহীদুল্লাহ, কবি আবদুস সাত্তার, ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ।
প্রশ্ন: পাঁচালি গানের শক্তিশালী কবি কে? উ: দাশ রথি রায়।
প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে? উ: চার্লস উইলকিনস্।
প্রশ্ন: ইউনেস্কো কোন গানকে বিমূর্ত ঐতিহ্য (মানবতার ধারক) ঘোষণা করে? উত্তর: বাউল গান।
প্রশ্ন: 'দেওয়ানা মদীনা' কার অসামান্য সৃষ্টি? উত্তর: মনসুর বয়াতি।
প্রশ্ন: রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান? উত্তর: ছায়ানট।
প্রশ্ন: বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন? উত্তর: ওস্তাদ আয়াত আলী খাঁন।
প্রশ্ন: বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে? উত্তর: ওস্তাদ আলাউদ্দীন খাঁকে।
প্রশ্ন: পাঁচালি গানের শক্তিশালী কবি কে? উত্তর: দাশরথি রায়।
প্রশ্ন: 'ভাওয়াইয়া' গানের সাথে বিজড়িত কার নাম? উত্তর: আব্বাসউদ্দীন।
প্রশ্ন: 'কোরাস' কী? উত্তর: সমবেত সঙ্গীত।
প্রশ্ন: আব্বাসউদ্দীন কে ছিলেন? উত্তর: বাংলাদেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী।
প্রশ্ন: 'তানসেন' কোন রাজদরবারের সভা সঙ্গীতজ্ঞ ছিলেন? উত্তর: সম্রাট আকবর।
প্রশ্ন: প্রথম কোন বাঙালি বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন? উ: পঞ্চানন কর্মকার।
প্রশ্ন: ঢাকা, ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কী? উ: জারি।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলকে 'রূপসী বাংলা' বলে ঘোষণা করা হয়েছে? উ: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
প্রশ্ন: 'লোকশিল্প জাদুঘরের' বর্তমান নাম কি? উ: জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর।
প্রশ্ন: প্রখ্যাত 'তিন কন্যা' ছবিটি কে এঁকেছেন? উ: কামরুল হাসান।
প্রশ্ন: বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন? উ: ওস্তাদ আয়াত আলী খান।
প্রশ্ন: শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম কী কী? উ: ম্যাডোনা-৪৩, সংগ্রাম, মনপুরা-৭০, পাইন্যার মা, গায়ের বধূ, নবান্ন, মইটানা প্রভৃতি।
প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে? উ: শামীম শিকদার।
প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী কে? উ: বুলবুল চৌধুরী।
প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর কে? উ: জুয়েল আইচ।
প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে? উ: শিল্পাচার্য জয়নুল আবেদীন।
প্রশ্ন: বাংলা সাহিত্যে বিখ্যাত ১৪০০ সাল কবিতাটির রচয়িতা কে? উ: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে? উ: ওস্তাদ আলাউদ্দীন খাঁকে।
প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে? উ: রনবী (রফিকুন্নবী)।
প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে? উ: অলক রায়।
প্রশ্ন: বাংলাদেশের বিশিষ্ট লালন গীতি গবেষক কে? উ: ড. আশরাফ সিদ্দিকী।
প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের? উ: সিলেট অঞ্চলের।
প্রশ্ন: 'বল নৃত্য' বাংলাদেশের কোন অঞ্চলের নৃত্য? উ: যশোর অঞ্চলের।
প্রশ্ন: খুলনা, ফরিদপুর ও যশোর অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি? উ: ধুপ নৃত্য।
প্রশ্ন: ওস্তাদ আলাউদ্দিন খাঁকে কবে ভারতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 'দেশিকাত্তোম' উপাধিতে ভূষিত করে? উ: ১৯৬১ সালে।
প্রশ্ন: সঙ্গীতে অবদান রাখার জন্য আব্বাস উদ্দীনকে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করেন কবে? উ: ১৯৮১ সালে।
প্রশ্ন: উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যে পরিচিত করার অগ্রপথিক কে? উ: ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
প্রশ্ন: ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদী ইত্যাদি লোকসংগীতের অনন্য সাধারণ গায়ক কে ছিলেন? উ: আব্বাস উদ্দীন আহমেদ।
প্রশ্ন: ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন কোথায়? উ: ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে।
প্রশ্ন: 'শিশুস্বর্গ' কী? উ: এস. এম. সুলতানের নিজবাড়ী নড়াইলে শিশুদের জন্য একটি চিত্র অংকন প্রতিষ্ঠান।
প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা কে? উ: ফেরদৌসী রহমান।
প্রশ্ন: লোকসঙ্গীত ও আধুনিক সংগীতে সুনাম অর্জনকারী গায়িকা কে? উ: সাবিনা ইয়াসমিন।
প্রশ্ন: আবদুল আলিম কিসে খ্যাতি অর্জন করেন? উ: পল্লীগীতি গেয়ে।
প্রশ্ন: ঢাকার মঞ্চে প্রথম মহিলা অভিনেত্রী কে ছিলেন? উ: কামরুন্নাহার চৌধুরী।
প্রশ্ন: বিভিন্ন ভাষার সংগীতে অনন্য সাধারণ বাংলাদেশের গায়িকা কে? উ: রুনা লায়লা।
প্রশ্ন: রংপুর, রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি? উ: ঝুমুর নৃত্য।
প্রশ্ন: বাউল সম্রাট শাহ আব্দুল করিম মারা যান করে? উ: ১২ সেপ্টেম্বর, ২০০৯ সালে।
প্রশ্ন: ৫২'র ২১শে ফেব্রুয়ারির দিনটি বাংলা মাসের কত তারিখ ছিল? উ: ৮ই ফাল্গুন।
প্রশ্ন: ৭১'র ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিনটি কিবার ছিল? উ: শুক্রবার।
প্রশ্ন: ৫২'র ২১শে ফেব্রুয়ারির দিনটি কি বার ছিল? উ: বৃহস্পতিবার।
প্রশ্ন:৭১'র ২৫ মার্চ পাকিস্তান কর্তৃক বর্বর হত্যাযজ্ঞ চালাবার রাতটি কি বার ছিল? উ: বৃহস্পতিবার।
প্রশ্ন:৭১'র ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনটি কি বার ছিল? উ: বৃহস্পতিবার।
প্রশ্ন: একুশে ফেব্রুয়ারির উপর লিখিত প্রথম কবিতা কোনটি? উ: কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
প্রশ্ন: শেখ মুজিব কর্তৃক রেসকোর্স ময়দানে ৭ মার্চ ৭১'র যে ভাষণ দেন সেদিনটি কি বার ছিল? উ: রবিবার।
প্রশ্ন: কাঁদতে আসিনি, ফাঁসীর দাবী নিয়ে এসেছি কবিতাটি কে রচনা করেন? উ: মাহবুবুল আলম চৌধুরী।
প্রশ্ন: 'কবর' নাটকটির রচয়িতা কে? উ: মুন্সীর চৌধুরী।
প্রশ্ন: 'কবর' নাটকের মূল উপজীব্য বিষয় কোনটি? উ: ৫২ এর ভাষা আন্দোলন।
প্রশ্ন: 'রক্তাক্ত প্রান্তর' নাটকের উপজীব্য বিষয় কী ছিল? উ: পানিপথের ৩য় যুদ্ধ।
প্রশ্ন: কায়কোবাদের মহাশ্মশানে বর্ণনা রয়েছে কোন ঘটনা? উ: পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা।
প্রশ্ন: বাংলা একাডেমী মূল ভবনের পুরাতন নাম কী ছিল? উ: বর্ধমান হাউজ।
প্রশ্ন: 'বাংলা একাডেমী' প্রতিষ্ঠিত হয় কবে? উ: ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে।
প্রশ্ন: বাংলাদেশ শিল্পকলা একাডেমী কোথায় অবস্থিত? উ: ঢাকার সেগুন বাগিচায়।
প্রশ্ন: শিশু একাডেমী কোথায় অবস্থিত? উ: ঢাকার পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে।
প্রশ্ন: এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উ: স্যার উইলিয়াম জোন্স।
প্রশ্ন: 'ভাত দে হারাম জাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো কবিতাটি কার লিখা? উ: কবি রফিক আজাদের।
প্রশ্ন: 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির লেখক কে? উ: মুনীর চৌধুরী।
প্রশ্ন: 'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা কে? উ: জহির রায়হান।
প্রশ্ন: ভাষা আন্দোলনের উপর প্রথম উপন্যাস কোনটি? উ: আরেক ফালগুন।
প্রশ্ন: বাংলাদেশ শিল্পকলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৭৪ সালে।
প্রশ্ন: শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয় কত সালে? উ: ১৯৭৭ সালে।
প্রশ্ন: এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উ: ৩ জানুয়ারি, ১৯৫২ সালে (১৯৭১ সালে "বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি” নামে রূপান্তরিত হয়।)
প্রশ্ন: 'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পঙ্ক্তিটির রচয়িতা কে? উত্তর: লালন শাহ।
প্রশ্ন: 'তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় ...' গানটির শিল্পী কে? উত্তর: আবদুল জব্বার।
প্রশ্ন: 'ধনধান্যপুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা' -গানটির রচয়িতা কে? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন: 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী- উত্তর: আব্দুল লতিফ।
প্রশ্ন: 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' গানটির গীতিকার, সুরকার ও শিল্পী কে? উত্তর: ভুপেন হাজারিকা।
প্রশ্ন: "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি", গানটির প্রথম সুরকার কে ছিলেন? উ: আবদুল লতিফ।
প্রশ্ন: "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির বর্তমান সুরকার কে? উ: আলতাফ মাহমুদ।
প্রশ্ন: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির গীতিকার কে? উ: আবদুল গাফফার চৌধুরী।
প্রশ্ন: 'আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন' গানটির গীতিকার কে? উ: মোহাম্মদ মনিরুজ্জামান।
প্রশ্ন: 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা-' গানটির প্রথম শিল্পী কে? উ: স্বপ্না রায়।
প্রশ্ন: 'হলুদ বাটো মেন্দি বাটো' গানটির গীতিকার কে? উ: মোহাম্মদ মনিরুজ্জামান।
প্রশ্ন: 'এক নদী রক্ত পেরিয়ে –' গানটির গীতিকার ও সুরকার কে? উ: খান আতাউর রহমান।
প্রশ্ন: “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির সুরকার কে? উ: আপেল মাহমুদ।
প্রশ্ন: 'এক সাগর রক্তের বিনিময়ে' গানটির গীতিকার কে? উ: গোবিন্দ হালদার।
প্রশ্ন: 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল' গানটির গীতিকার কে? উ: গোবিন্দ হালদার।
প্রশ্ন: 'তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়' গানটির গীতিকার কে? উ: মোহাম্মদ মনিরুজ্জামান।
প্রশ্ন: “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি" গানটির গীতিকার কে? উ: গোবিন্দ হালদার।
প্রশ্ন: 'সব কটি জানালা খুলে দাও না' গানটির সুরকার কে? উ: নজরুল ইসলাম বাবু।
প্রশ্ন: 'লেফট রাইট লেফট রাইট', 'হুঁশিয়ার হুঁশিয়ার', 'পদ্মা মেঘনা যমুনা', 'চল বীর সৈনিক' প্রভৃতি গানের গীতিকার কে? উ: গোবিন্দ হালদার।
প্রশ্ন: 'ধন ধান্যে পুষ্পে ধরা আমাদের এই বসুন্ধরা" গানটির গীতিকার কে? উ: দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন: 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা-' গানটির সুরকার কে? উ: আপেল মাহমুদ।
প্রশ্ন: 'এক নদী রক্ত পেরিয়ে -' গানটির শিল্পী কে? উ: শাহানাজ রহমতউল্লাহ।
প্রশ্ন: 'সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে..." গানটির শিল্পী ও সুরকার কে? উ: আবদুল জব্বার।
প্রশ্ন: 'জয়বাংলা বাংলার জয়...' গানটির গীতিকার ও সুরকার কে উ: গাজী মাযহারুল আনোয়ার।
প্রশ্ন: 'জয়বাংলা বাংলার জয়...' গানটি সুরকার কে? উ: আনোয়ার পারভেজ।
প্রশ্ন: একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়...' গানটির শিল্পী কে? উ: শাহানাজ রহমতউল্লাহ।
প্রশ্ন: 'কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপটি...' গানটির শিল্পী, গীতিকার ও সুরকার কে? উ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট..' গানটি কবে রচনা করা হয়? উ: ১৯২১ সালের ডিসেম্বরে।
প্রশ্ন: 'চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল' গানটির গীতিকার কে? উ: কবি কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: 'ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা..' গানটির গীতিকার ও সুরকার কে? উ: দ্বিজেন্দ্রলাল রায় (ডিএল রায়)।
প্রশ্ন: 'ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা...' গানটি কবে রচনা করা হয়? উ: ১৯০৫ সালে।
প্রশ্ন: 'সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে..' গানটির গীতিকার কে? উ: ফজলে খোদা।
প্রশ্ন: 'জয়বাংলা বাংলার জয়...' গানটি প্রথম কবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার করা হয়? উ: ১৯৭১ সালে।
প্রশ্ন: 'খাঁচার ভিতর অচিন পাখি...' গানটির গীতিকার ও সুরকার কে? উ: লালন ফকির।
প্রশ্ন: 'একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়...' গানটির গীতিকার কে? উ: গাজী মাযহারুল আনোয়ার।
প্রশ্ন: 'একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়...' গানটির সুরকার কে? উ: আনোয়ার পারভেজ।
প্রশ্ন: 'এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে...' গানটির শিল্পী কে? উ: ফরিদা পারভীন।
প্রশ্ন: 'এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে..' গানটির গীতিকার ও সুরকার কে? উ: আবু জাফর।
প্রশ্ন: একতারা তুই দেশের কথা বলরে এবার বল... গানটির সুরকার কে? উ: সত্য সাহা।
প্রশ্ন: একতারা তুই দেশের কথা বলরে এবার বল... গানটির গীতিকার কে? উ: গার্জী মাযহারুল আনোয়ার।
প্রশ্ন: 'তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়...' গানটির সুরকার কে? উ: সত্য সাহা।
প্রশ্ন: 'তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়...' গানটির গীতিকার কে? উ: মো: মনিরুজ্জামান।
প্রশ্ন: 'তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়...' গানটির শিল্পী কে? উ: আবদুল জব্বার।
প্রশ্ন: 'আমাদের সংগ্রাম চলবেই' গানটির গীতিকার কে? উ: সিকানদার আবু জাফর।
প্রশ্ন: 'সব কটি জানালা খুলে দাও না' গানটির শিল্পী কে? উ: সাবিনা ইয়াসমিন।
প্রশ্ন: 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' গানটির গীতিকার, সুরকার ও শিল্পী কে? উ: ভুপেন হাজারিকা।
প্রশ্ন: 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' গার্নটির শিল্পী কে? উ: মান্না দে (গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার)।
প্রশ্ন: 'একতারা তুই দেশের কথা বলরে এবার বল...' গানটির শিল্পী কে? উ: শাহনাজ রহমাতুল্লাহ।
প্রশ্ন: 'পদ্মা মেঘনা যমুনা' গানটির গীতিকার কে? উ: গোবিন্দ হালদার।
প্রশ্ন: 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে' গানটির গীতিকার কে? উ: গোবিন্দ হালদার।
প্রশ্ন: 'সব কটি জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে? উ: নজরুল ইসলাম বাবু।
প্রশ্ন: 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা এবং সুরকার কে? উ: আবদুল লতিফ।
প্রশ্ন: 'আমি বাংলার গান গাই' গানটির গীতিকার ও প্রথম শিল্পী কে? উ: প্রতুল মুখোপাধ্যায়।
প্রশ্ন: 'মোদের গরব, মোদের আশা' গানটির গীতিকার কে? উ: অতুল প্রসাদ সেন।
top
Back
Home
Gsearch